আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির ফকরাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতা মূলক অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফকরাবাদ পলী বিদ্যুত উপকেন্দ্রে এ অগ্নি-নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার পূর্বে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ ও তার প্রতিকারের বিভিন্ন উপায় উলেখ করে বক্তব্য রাখেন, আশাশুনি ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল। এসময় আশাশুনি উপজেলা পলী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল, লাইন টেকনিশিয়ান মৃণাল কান্তি সাহা, লাইনম্যান জালাল হোসেন, আবু সাঈদ, ইমরান হোসেন, ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরবাদ গার্লস স্কুলের শিক্ষক মন্ডলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মহড়ায় গ্যাস সিলিন্ডার ও পলী বিদ্যুৎ থেকে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।