এম এম নুর আলম ॥ আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে দিবসটি উপলক্ষে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশ্বাসিত ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকেব পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের উপস্থিতিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও সোহাগ খান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, দিবসটি উপলক্ষে বাদ যোহর মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য উপাসানালয়ে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।