বিশেষ প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)-২০২৩ এর দু’টি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আশাশুনি সদর ইউনিয়ন দল ও শ্রীউলা ইউনিয়ন দল বিজয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার পৃথক ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে সেমি ফাইনালে আশাশুনি সদর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কাদাকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে অন্য সেমি ফাইনালে শ্রীউলা ইউনিয়ন দল ৩-১ গোলের ব্যবধানে শোভনালী ইউনিয়ন দলকে পরাজিত করে। শুক্রবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়ন দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে।