আশাশুনি প্রতিনিধি \ “মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ঋণের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন বিউটিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে ২৮জনের মধ্েয ৩লক্ষ ৫০হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক ও ৭জন প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।