এম এম নুর আলম \ আশাশুনিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্ম দিনের কেক কাটা ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা ঢালী মোঃ সামছুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা মিলন, সাবেক চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ। আলোচনা সভা শেষে আওয়ামীলীগের ৭৪ তম জন্ম দিনের কেক কাটেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।