আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা বিএনপি’র উদ্যোগে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা মৎস্য সেটে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হবি। উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির আব্দুল্লাহ আল মামুন, দরগাহপুর ইউনিয়ন বিএনপি’র ইসলাম গোলদার, শোভনালী ইউনিয়ন বিএনপি’র আশরাফুল ইসলাম মুকুল, খাজরা ইউনিয়ন বিএনপি’র ইউনুছ আলী ও প্রতাগনগর ইউনিয়ন বিএনপি’র শাহ আলম প্রমূখ। এসময় উপজেলা যুগ্ম আহবায়ক আজহার উদ্দীন মন্টু, খোরশেদ আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নে বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন।