এমএম নুর আলম ॥ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ এর চেয়ারম্যান ডাঃ শেখ মহিউদ্দিন। জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ্য রাজ্যেশ্বর দাসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমূখ। এসময় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা সেবা নিতে আসা সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ৭৭০ জন রোগিকে পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৩০ জন রোগিকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।