এম এম নুর আলম ॥ আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন (উফশী) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারকেল চারা ও রোপা আমন (উফশী) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। আলোচনা সভা শেষে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার ৫০০ নারিকেলের চারা, ২১০০ কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম তদারকি করেন, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।