আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৩-২৪ অর্থবছর ও খরিদ ১/২০২৪-২৫ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকোর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলাযর ২০০ কৃষকের মধ্যে রোপা আউশ ধানের বীজ ও সার এবং ১০০ কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়।