আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকাল ১০টায় এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসডিজি অর্জনের লক্ষ্যে মা ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হক, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ অনামিকা বাছাড়, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, ডাঃ কৃষ্ণা বসাক প্রমুখ। এ সময় রোগীদের পরামর্শের পাশাপাশি ঔষধ প্রদান এবং মহিলাদের ভায়া টেস্ট করা হয়।