আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আশাশুনি ইউপি সচিব মো আব্দুস সবুরের সভাপতিত্বে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তাবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, আশাশুনি উপজেলা এনজিও ফোরাম, মৌমাছি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথ আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস টি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম আল ফারুক, বারসিক এর জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ, আইডিয়ালের সুপারভাইজার সুব্রত বাছাড় প্রমূখ।