বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বিশ^ পানি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। ইউনিসেফ বাংলাদেশের ইনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি) এর সহযোগিতায় এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, গন্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ইপিআরসি’র জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্প এর এরিয়া ম্যানেজার মোঃ হারুন অর রশীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশে বিশেষ করে দেশের দক্ষিন অঞ্চলে পানির যে সমস্যা তৈরী হয়েছে সে জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তাছাড়া পানির অপচয় রোধ করতে হবে। তাহলেই আমাদের আগামী প্রজন্মকে আমরা একটি ভালো পরিবেশ দিয়ে যেতে পারবো।