বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কবমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ আলোচনা রাখেন।