বিশেষ প্রতিনিধি \ বিশ্ব “মা” দিবস ২৩ উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, আইসিটি প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। এসময় ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ আলোচনা রাখেন।