বিশেষ প্রতিনিধি \ বিশ্ব মা দিবস’২২ উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউসিটি প্রোগ্রাম অফিসার আকতার ফারুক, তথ্য আপা শাহরিন দীপা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। এসময় ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ আলোচনা রাখেন।