আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে র ্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালী বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ডাঃ মোস্তফা নাহিয়ানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ প্রসূন মন্ডল। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, উন্নয়নের সহকারী টেকনিক্যাল অফিসার আসিকুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা প্রমুখ।