আশাশুনি প্রতিনিধি ॥ তৃণমূলে স্বাস্থ্য সেবা কার্যক্রম সম্পর্কে খোজখবর নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল আশাশুনি উপজেলা পরিদর্শন করেছেন। গতকাল উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। “বিশ্ব স্বাস্থ্য সংস্হা “এবং “স্বাস্থ্য অধিদপ্তরের” প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপজেলার ধান্যহাটি এবং গোঁদাড়া কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তারা ক্লিনিকের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবার মান, আগত রোগিদের ধরন, চিকিৎসার ব্যাপারে রোগিদের ধারনা ও চাহিদা নিয়ে কথা বলেন। রোগিদের সাথে খোলামেলা ভাবে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ নাবিল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ডব্লিউএইসও এর কনসালটেন্ট ফেরদৌসী আফরিনা ওসমান এবং ডব্লিউএইসও এর প্রতিনিধি প্রণব ভাট উপস্থিত ছিলেন।