বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাসুদেবপুর জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাওঃ আহসানুলাহ’র পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, জাবেদ আলি খাঁ, আব্দুস সালাম, রশিদুল আলমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ। উলেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) স্টোক এ আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১কন্যা সন্তান রেখে গেছেন।