আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আশাশুনি গ্রামের মরহুম জহর আলী সরদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সরদার(৭২) দীর্ঘদিন যাবত অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন। তাকে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে বাড়িতে আনার পর বুধবার দিবাগত রাত ১০ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার দুপুর ২ টায় মরহুমের পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে দাফন করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদের উপস্থিতিতে চৌকষ পুলিশদল গার্ড অব অনার প্রদান করেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাযা নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মান্নান, আঃ করিম, নূরুল হুদাসহ বিভিন্ন রাজৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।