শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

আশাশুনিতে বড়দিন উৎসব পালন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
Exif_JPEG_420

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপন উপলক্ষে আশাশুনিতে প্রস্তুতিমূলক সভা ও প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার। সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক যোসেফ খা খা, উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর সরকার দীপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃন্ময় মল্লিক, মথি সিং, আগস্টিন গাইন সহ উপজেলার ৩৫টি চার্চের সভাপতি ও সম্পাদকবৃন্দ। প্রাক-বড়দিনের আলোচনা সভায় বক্তাগণ আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলাতেও ৩৫টি চার্চে যথাযথভাবে উৎসব মূখর পরিবেশে যীশুখ্রীষ্টের জন্মদিন উৎসব বড়দিন উদযাপন করার জন্য বিশেষ দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন এবং চার্চের অনুষ্ঠানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com