আশাশুনি প্রতিনিধি \ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আশাশুনিতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে। উত্তরণ এনজিও’র সহযোগিতায় পাঁচজন কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় জেলা কৃষি অফিসার এস এম খালিদ সাইফুলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দ কুমার মন্ডল, উত্তরণের ইঞ্জিনিয়ার মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া সুফলভোগীদের মধ্যে প্রভাস সানা, নেপাল চন্দ্র মন্ডল, সোহরাব পাড়, রবীন্দ্রনাথ সানা, মায়া রানী সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।