বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তূকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যন্ত্রপাতি বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। অনুষ্ঠানে আশাশুনি সদরের কৃষক নিমাই চন্দ্র পাল ও খাজরার বিভাস দাশকে একটি করে “পটেটো ডিগার” কাম পাওয়ার ট্রিলার প্রদান করা হয়। প্রত্যেকটি পটেটো ডিগার এর মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এ মূল্যে মধ্যে ১ লক্ষ ২৬ হাজার টাকা সরকার দিয়েছে, বাকী ১ লক্ষ ২৪ হাজার টাকা কৃষককে দিতে হয়েছে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উত্তরণ কোম্পানীর সিঃ সেলস এক্সুকিউটিভ মনির হোসেন উপস্থিত ছিলেন।