বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন এর ২য় রাউন্ড সফলভাবে উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা সহকারী আবু মুছার সঞ্চালনায় সভায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমটিপিআই শংকর কুমার মল্লিক, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।