আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপকারভোগি নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, রুহুল কুদ্দুছ, জগদীশ চন্দ্র সানা, শেখ মিরাজ আলী, আলহাজ্ব আবু দাউদ ঢালী, দিপঙ্কর সরকার দিপসহ সকল ইউপি সচিব ও ট্যাগ অফিসাররবৃন্দ উপস্থিত ছিলেন।