এম এম নুর আলম ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে আশাশুনি সরকারি কলেজ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, যদি কোন ব্যক্তি পক্ষপাতমূলক কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আপনারা দেবেন না। এর ব্যতয় ঘটলে আপনাদের চাকরির দায়ভার আপনারাই নিবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এসময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। আপনারা সততা এবং দক্ষতার সহিত দায়িত্ব পালন করবেন। পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনসহ থানার অফিসার ইনচার্জকে জানাবেন। নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার (আশাশুনি ও দেবহাটা) সার্কেল জামিল আহমেদ, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী কর্মশালার প্রথমদিনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচন অফিসার মেহেদী হাসানসহ আরও ৫জন কর্মকর্তা। আজ (সোমবার) প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।