আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ যাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বর কাটি মৎস্য সেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানাগেছে, বেউলা গ্রামের হাবিবুর সরদারের ছেলে সুমন(১৬) ও যাত্রী আব্দুস সালাম এর ছেলে রায়হান(১৭) সাতক্ষীরা টু ঘোলা সড়কের বুধহাটা থেকে আশাশুনিতে আসার পথে ঘটনা স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।