এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ২৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ৪০০কেজি পাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বুধবার এ মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৃথক পৃথক স্থানে মাছের পোনা অবমুক্তকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কৃষি কর্মকর্তা এসএম এনামুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পিআইও সোহাগ খান প্রমূখ উপস্থিত ছিলেন।