বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনির যদুয়ারডাঙ্গার এক যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। জানাগেছে, উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা গ্রামের পুলক মন্ডলের পুত্র শুভেন্দু (২৩) গত ৬ জুন বিকাল সাড়ে ৩টার দিকে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ’র পোষ্টে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা চলাকালিন অবস্থার অবনতি হলে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার বিকাল ৫ টার দিকে তিনি মৃত্যর কোলে ঢলে পড়ে।