শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার ধান্যহাটি বিলে মৎস্য ঘেরে বিষ দিয়ে ৮ লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদামাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগসূত্রে জানাগেছে, শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত ছদর উদ্দীন কারিকরের ছেলে মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ ধান্যহাটি মৌজায় মথুর বিলে গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করে আসছিল। ঘের মালিক মাহবুবুর রহমান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে মৎস্য ঘের দেখাশুনা করে বাড়ী চলে আসে। পরের দিন শনিবার ভোর রাতে মৎস্য ঘেরে গিয়ে দেখে ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভাসছে। সে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে সর্বশান্ত হওয়া ঘের মালিক কান্নায় ভেঙ্গে পড়েন। ঘের মালিক আরও জানান, তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৮লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে। এব্যাপারে ঘের মালিক বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয় থানা অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এএসআই কবীর হোসেনকে ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com