মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন বোরো খেতে আশাশুনি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জালাল উদ্দীন। উদ্বোধন উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপন মলিকের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজর প্রিন্সিপাল সঞ্জয় দাস, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আঃ গনিসহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি পূর্ণ বাসন বাস্তাবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এ এলাকার ৫০ একর বোরো ফসলি জমি এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অদুর ভবিষ্যতে কৃষি সেক্টরে স্মার্টনেসের আওতায় নিয়ে আসতে জমির পরিমাণ বাড়ানোর পাশাপাশি কৃষকদেরকে স্মার্ট কৃষক হিসেবে তৈরী করতে আরও প্রকল্প হাতে নিয়ে এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার চেষ্টা অব্যহত থাকবে।