আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলালিংক কোম্পানির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মোড়ে ঘীর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, সাবান, স্যালাইন ও টোস্ট সম্বলিত প্যাকেজ প্রদান করা হয়। এসময় আশাশুনি উপজেলায় কর্মরত বাংলালিংক কোম্পানির সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।