আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রনি আলম নূর ও উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তীর নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে। পুস্পমাল্য অর্পন শেষে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম প্রমূখ আলোচনা রাখেন। একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা বিউটি প্রমূখ। আলোচনা সভার আগে আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ ও বিএনসিসি’র পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়।