শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

আশাশুনিতে শিক্ষকদের সাত দিনের প্রশিক্ষণ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসার ৮৩৯ জন (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান বাদে) সকল সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণী শিক্ষকগণকে ১১টি সাবজেক্ট এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। সার্বিক ব্যবস্থাপনায় আছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। ভেন্যু প্রধান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। সমন্বয়কারী উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com