বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগতমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুলাহ আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, আশাশুনি আলিয়া মাদরাসার সুপার ড. আবুল হাসান, গাবতলা হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, মহিষাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক শংকর কুমারসহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের আগমন, প্রস্থান ও সার্বিক বিষয় উন্নয়নে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের তথা সরকারের বিদ্যালয় ও শিক্ষকদের সম্পর্কে নির্দেশনা বাস্তবায়নে সতর্কতার সাথে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।