বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কুল্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়ন সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশান (সিভিএ) ওয়ার্কিং দলের আয়োজনে সকালে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সমতা প্রকল্পের সহযোগিতায় ও ইউনিয়ন সিবিও দলের সদস্য, সিডিএফ দলের সদস্য এবং এলাকার সুশীল সমাজের সদস্যবৃন্দের অংশগ্রহনে কর্মশালা শেষে সমাপনী বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন অর রশীদ সঞ্চালনায় কর্মশালায় সিভিএ দলের সদস্যদের ভালো শিখন ও অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যাতে সরকারী সেবা সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে এবং তা সঠিকভাবে পেতে পারে সেজন্য কর্মপরিকল্পনার কার্যক্রমগুলো আরো গতিশীলভাবে করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।