বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাযিল মাদ্রাসা দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। নির্ধারিত ৭ ওভারের খেলায় প্রতাপনগর মাদ্রাসা ক্রিকেট দল প্রথমে ব্যাড করে ৮ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে শ্রীউলা স্কুল দল ৮ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয়। ফলে প্রতাপনগর মাদ্রাসা দল ৬ রানের ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মুরাদ হোসেন। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ। আম্পায়ার ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার সানা ও উত্তম কুমার মন্ডল। ধারাভাষ্যে ছিলেন হাবিবুর রহমান ও দেব প্রসাদ। স্কোরার ছিলেন আহসান ও রাকিব। অন্যদিকে, ব্যাডমিন্ট (ছাত্র-দ্বৈত) প্রতিযোগিতায় বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল দল উপজেলা চ্যাম্পিয়ন ও দরগাহপুর কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। ব্যাডমিন্ট (ছাত্রী-দ্বৈত) প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। আজ বৃহস্পতিবার একই মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।