শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

আশাশুনিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সার্বিক ব্যবস্থাপনায় মধ্যম চাপড়া এতিমখানা ও মহিলা হাফিজিয়া মাদ্রাসায় খাদ্য বিতরণ এবং বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মধ্যম চাপড়া এতিমখানা ও মহিলা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক। এসময় মধ্যম চাপড়া এতিমখানা ও মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি মনজুরুল হকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুসল্লীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com