বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ১লা মে-২৪ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন শ্রীউলা ইউনিয়ন শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আশাশুনি সদরের হাড়িভাঙ্গা বাজারে এক র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাছুম বিল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর উপদেষ্টা মাওঃ নুরুল আবছার মুরতাজা। এসময় তিনি বলেন, শ্রমিকদের বন্ধু স্বয়ং মহান আল্লাহ তায়ালা। ইসলামে শ্রমিকের মর্যাদা অপরিসীম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হবে। তিনি সকল ক্ষেত্রে শ্রমিকের নায্য মজুরি প্রদানের দাবী জানান। অপরদিকে, “শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন শ্রীউলা ইউনিয়ন শাখার আয়োজনে মহান মে দিবস উপলক্ষে বুধবার সকালে ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীউলা নির্মাণ শ্রমিক রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় এসময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, প্রতাপনগর ইউপি সচিব খায়রুল ইসলাম, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, প্যানেল চেয়ারম্যান-২ আবু হাসান, ইউপি সদস্য ইয়াছিন আলী, আবু হাসান, নজরুল ইসলাম বাচ্চুসহ নির্মাণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।