এম এম নুর আলম ॥ আশাশুনিতে সিসিএ প্রকল্পের সচেতনতামূলক তথ্য সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর। প্রজেক্ট অফিসার ড. সুমন কুমার মালাকারের সঞ্চালনায় সচেতনতামূলক তথ্য সহভাগিতা কর্মশালায় আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার এসএম ইনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রাণি সম্পদ এক্সটেনশন অফিসার তৌহিদুজ্জামান, ডাঃ প্রসুন কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেন, প্রকল্পের মনিটরিং অফিসার মিহির সরকারসহ মৎস্য, যুব উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি আলোচনা রাখেন। এসময় বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার দূর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।