বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে সফলতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডাঃ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় মেডিকেল অফিসার মিনাক কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, কৃষি ব্যাংক আশাশুনি শাখা ব্যাবস্থাপক রাম প্রসাদ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহীনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক শারমিন চৌধুরী, সুশীল সমাজ প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ বুলবুল, সুবোধ কুমার চক্রবর্তী, এ্যাডভোকেট গোলাম গনি, প্রভাষক এসএম ইয়াহিয়া ইকবাল, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক প্রমূখ।