বিশেষ প্রতিনিধি \ আশাশুনি পুর্বপাড়া মিলন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি হাজরা দাশের সভাপতিত্বে সাধারণ সভায় আশাশুনি সদর ইউনিয়নের নব-নির্বাচিত মহিলা মেম্বর মারুফা খাতুন, নব-নির্বাচিত মেম্বর তারক চন্দ্র মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য জগদীশ চন্দ্র সানাসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির আয় ব্যায়সহ বিভিন্ন দিক নির্দেশনা ও সমিতির উন্নয়নমুলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও একই স্থানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।