বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে সমাজকর্ম দিবস’২২ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে। এক বর্ণাঢ্য র্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় আবার উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ার পারভিন, মৌমাছি এনজিও’র কর্মকর্তা সুশান্ত মলিক প্রমুখ উপস্থিত ছিলেন।