আশাশুনি প্রতিনিধি \ সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আশাশুনি সদর ইউনিয়নের শ্রিকলস গ্রামের ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। গতকাল সকালে তিনি শ্রিকলস গ্রামের ক্ষতিগ্রস্থ মৃত আফিল গাজীর ছেলে জয়নাল, বিল্লাল ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর অসহায়েত্বের কথা শোনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো বসত ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করতে দেখে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন। তাৎক্ষণিক তিনি তাদের সন্তানদের পোশাক পরিচ্ছেদ কিনে দেন। তাদের সেনিটেশন ব্যবস্থা ও খাবার পানি সংরক্ষণের ট্যাংকি দেওয়ার ঘোষণা দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আমি দীর্ঘদিন ধরে এই উপজেলার অবহেলিত অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি যখনই শুনতে পাই কোন পরিবার অসহায় অবস্থায় দিন যাপন করছে আমি সেখানে চলে যাই। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় অসহায় মানুষের পাশে থেকে তাদের সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমি নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ করে দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয় ভবিষ্যতেও তাদের যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত (৯ মার্চ) বৃহস্পতিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি টয়লেট অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে তাদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।