বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা নির্বাহী অফিস ও ভ‚মি অফিসের কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচির নবম দিন অতিবাহিত হয়েছে। ফলে অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতির অংশ হিসাবে বুধবার নবম দিনেও এ কর্মবিরতি পালন করা হয়। কর্মচারীবৃন্দ জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতি (বাভ‚প্রসস) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪/১/২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। এই এসময়ের ভিতরে তাদের দাবী আদায় না হলে পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানাগেছে। বিভিন্নস্থান থেকে কাজ নিয়ে আসা একাধিক ব্যক্তি জানান, কয়েকদিন যাবত ইউএনও অফিস ও ভূমি অফিসে কাজ নিয়ে এসেছি কিন্তু কর্মবিরতির কারণে ভোগান্তি হচ্ছে। কর্মচারীদের কর্মবিরতির কারণে অফিসে এসে কোন কাজ করতে পারছি না। সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের অফিস সহকারি আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবী না মানার কারণে আমাদের এই কর্মবিরতি চলছে। সারা দেশের অফিসে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার সায়ফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ন্যায্য দাবী আদায়ের চেষ্টা করে আসছি। কিন্তু কেন জানিনা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরও জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি অবিলম্বে দাবী আদায়ের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী অফিসের সামনে বুধবার নবম দিনের কর্মসূচী পালনকালে ইউএনও অফিসের অফিস সুপার সায়ফুল ইসলাম, সিএ টু ইউএনও এ.কে.এম মাহবুবুল হক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুর রশীদ ও আব্দুর রহিম, সার্টিফিকেট সহকারী স্বপন মন্ডল, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী আবুল কালাম আজাদ, সুগত অধিকারী, মোস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।