রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

আশাশুনিতে সরকারি রাস্তার ক্ষতিসাধন রক্ষায় বিভিন্ন স্থান পরিদর্শন করলেন ইউএনও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনি সদরে সরকারি রাস্তার ক্ষতিসাধন রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। বুধবার সকালে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেনের অনুরোধে ইউএনও ইয়ানুর রহমান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া, খাসেরাবাদ, গাইয়াখালী, হাসখালী, দাসেরআটি, কমলাপুর, ঠাকুরাবাদ সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। এসকল অঞ্চলের যেসব মৎস্য ব্যবসায়ীরা নিয়ম না মেনে মৎস্য চাষ করছেন, যেমন মেইন রোডের পাশর্^ দিয়ে মাটি না দিয়ে সরকারি রাস্তার ক্ষতিসাধন করছেন, সরকারী খাল সমূহ বিভিন্ন ব্যক্তিবর্গ ইজারা বহির্ভূতভাবে ও অবৈধভাবে দখল করে রেখেছেন সে সকল স্থানগুলো পরিদর্শন করেন। এসকল সমস্যা সমাধানের জন্য আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান পরিদর্শনকালে বলেন, যেসকল মৎস্য ব্যবসায়ীদের কারনে সরকারী রাস্তার ক্ষতিসাধন হচ্ছে তাদের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি মেইন রাস্তার পাশর্^ দিয়ে ও খালের পাশর্^ দিয়ে সবুজ বনায়ন গড়ে তোলা হবে। যাতে সরকারি রাস্তার ক্ষতিসাধন রোধ করা যায়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নজিবুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, তপন মন্ডল, ময়না খাতুন ও অঞ্জনা রানী সানাসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com