এম এম নুর আলম \ আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি এসএম আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় এসময় প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সহ-সভাপতি আব্দুল আলিম ও সচ্চিদানন্দ দে সদয়, সাবেক সাধারন সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুলাহ্ বিলালী, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফায়জুল কবির, জাকির হোসেন, জগদীশ সানা, ইয়াছির আরাফাত প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাংবাদিকরা প্রেসক্লাব তথা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে একমত পোষণ করে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও বর্তমান সরকারের টেকসই উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।