বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী ও ১ জন চোরকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খান, এসআই মুহিতুর রহমান, এসআই ইমরান হোসেন, এএসআই আব্দুল জব্বার অভিযান চালিয়ে ৪ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানা-২২৪/২১ এর আসামী আনুলিয়া গ্রামের স্বপন কুমার মিত্রের ছেলে কোমল কান্ত মিত্র, ১মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানা-৭৯/২১ এর আসামী কাকবাসিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে এটিএম, সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানা-৩৫০/২২ এর আসামী আগরদাড়ী গ্রামের মৃত রহিম সরদারের ছেলে কুদ্দুস সরদার, নিয়মিত মামলা ২(১০)২২ এর আসামী পুরাতন সাতক্ষীরা (বদ্দীপুর) গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে আনোয়ার হোসেন বাবু ওরফে ছোট বাবুকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন জায়গায় হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।