আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে সিআর ২৬৭/২২ এর আসামী প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের আমিরুল মোড়লের ছেলে শাহ জালালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।