আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ-২২ পালন উপলক্ষে সাতক্ষীরা জলবায়ূ অবরোধ-২২ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দয়ারঘাট সড়কে অবরোধ উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়। এনজিও লিডার্স ও জলবায়ু অধিপরামর্শক ফোরাম আশাশুনির সহযোগিতায় উপজেলা যুব ফোরাম এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি যুব ফোরামের সভাপতি সুব্রত কুমার মন্ডল। এসময় ফোরামের সম্পাদক আফসানা আক্তার রিমি ও অন্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ সরকার ও বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে এবং সকল জনসাধারণকে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার আহবান জানান।