বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক এর সভাপতিত্বে সভায় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সিএইচসিপিবৃন্দ অংশ নেন। সভায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজ আরও গতিশীল ও নিষ্ঠার সাথে বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের তথা সরকারের গৃহীত লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয়।